০১। কুষ্টিয়া মডেল থানার সার্বিক আইন-শৃংখলা নিয়ন্ত্রন।
০২। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ইভটিজিং, টেন্ডারবাজী, চাঁদাবাজী, অপহরণ, মাদক, খুন এর
অপরাধ রোধ করা।
০৩। মামলা তদন্ত/বিবিধ তদন্ত।
০৪। আসামী গ্রেফতার ও বিজ্ঞ আদালতে সোর্পদ।
০৫। মাদক দ্রব্য উদ্ধার/অবৈধ অস্ত্র উদ্ধার।
০৬। জংগী গ্রেফতার ও জংগী তৎপরতা রোধ কার্যক্রম।
০৭। নারী ও শিশু নিয়ন্ত্রন দমন আইন/২০০০(সংশোধনী/০৩) এর সংক্রান্ত তদন্ত।
০৮। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা/কে,পি আই রক্ষনাবেক্ষন।
০৯। সরকারি প্রতিষ্ঠানে টেন্ডার কাজে আইন-শৃংখলার সহায়তা দান।
১০। বাল্য বিবাহ রোধ যৌতুক নিরোধ সভা ও ইভটিজিং সংক্রান্ত সভা।
১১। স্কুল কলেজ মাদ্রাসায় মত বিনিময় সভা।
১২। উপজেলা সমন্বয় মাসিক অপরাধ নিয়ন্ত্রন সভা।
১৩। স্কুল/কলেজ/মাদ্রাসার বোর্ডের পাবলিক পরীক্ষার কেন্দ্রে আইন-শৃংখলা রক্ষা।
১৪। অপরাধ নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ন সড়কে/মোড়ে চেকিং ডিউটি।
১৫। গাড়ীর কাগজপত্র যাচাই এ চেকিং ডিউটি।
১৬। রাত্রীকালিন রণপাহারা/দিবা পাহারার মাধ্যমে জনগণের জানমাল নিরাপত্তা রক্ষা।
১৭। ভি.আই.পি ডিউটি।
১৮। কমিউনিটি পুলিশিং ফরম দল গঠন, মত বিনিময় সভার মাধ্যমে স্থানীয় তথ্য সংগ্রহ করে পুলিশি
তৎপরতা বৃদ্ধি করণ।
১৯। বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাদক দ্রব্য উদ্ধার/অস্ত্র উদ্ধার/গ্রেফতারী পরোয়ানার আসামী
গ্রেফতার/সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার।
২০। জাতীয় দিবসে পুলিশের কুচকাওয়াজ প্রদর্শন।
২১। জাতীয় অনুষ্ঠানে পুলিশের আইন-শৃংখলা নিয়ন্ত্রন ও পুলিশের উপস্থিতি।
২২। উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল কোর্টে সহায়তাদান।
২৩। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচীতে পুলিশের উপস্থিতি আইন-শৃংখলা নিয়ন্ত্রন করা।
২৪। মুক্তিযোদ্ধাদের সম্মানে রাষ্ট্রীয় সালামি প্রদর্শন।
২৫। নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃংখলা ডিউটি পালন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস